
সহাগ মিয়া গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি।
রোটারি ক্লাব রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নদী ভাংগন, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুইশত পরিবারকে চাউল, ডাল তৈল ও স্যালাইন সহ একটি প্যাকেজ দিয়েছেন রাজবাড়ী জেলা রোটারি ক্লাবের সভাপতি কানিজ ফাতিমা চৈতী।
আজ রবিবার (২৪ জুলাই) দুপুর দুইটায় দৌলতদিয়া রেস্ট হাউজে এই সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী এক আসনের সংসদ সদস্য জনাব কেরামত আলী। গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপজেলার ভাইসচেয়ারম্যান আসাদ চৌধুরী,
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমান মন্ডল ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের মেম্বার আশরাফ হোসেন ও মিস বাংলাদেশ মুনজারীন অবনি,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক খোকন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে কাজী কেরামত আলী এই সহায়তার পাশাপাশি এই সমস্ত নদী ভাঙন ও বন্যাকবলিত মানুষকে আরও বেশি সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন। আগত এই সমস্ত অসহায় মানুষ খাদ্য সহায়তা পেয়ে কানিজ ফাতিমা চৈতীর জন্য দোয়া করেন।