
ফরিদপুর প্রতিনিধি স্বাধীন নিউজ!
ফরিদপুরে বিএনপির গণমিছিলকে সামনে রেখে ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলার বিএনপির কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তর করা হয়।
তারা হলেন জেলা কৃষক দলের সদস্যসচিব মুরাদ হোসেন (৪৫), জেলা ছাত্রদলের সহসভাপতি সোহেল শেখ (৩৭), জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ফারুক হোসেন (৩৬ ), বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি বাদশা মিয়া (৪৩), বিএনপি কর্মী হাশেম খান (৫৪) ও জেলা সদরের জাহিদ হোসেন (৪৩)।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। যারা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে পারে কিংবা এ ব্যাপারে আগের অভিযোগ রয়েছে এবং যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে তাদের গ্রেপ্তার করা হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ নেই তাদের কাউকে হয়রানি করা হবে না।