বিশেষ রিপোর্ট
“নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি “এই শ্লোগানে প্রতিপাদ্য নিয়ে “আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উপলক্ষে জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তর’র উদ্যোগে জয়িতা অন্বেষণে ফটিকছড়ি উপজেলা ও জেলা পর্যায়ে সফল জননী নারী সন্মেলনে জেলা পর্যায়ে ‘জয়িতা’ সফল জননী নির্বাচিত হয়েছেন অসিমা বড়ুয়া। বেগম রোকেয়া দিবস ২০২১ (বৃহস্পতিবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জনাব মমিনুর রহমান সাহেবের সভাপতিত্বে আলোচনা সভা সন্মাননা অনুষ্টান অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্র্যেট ও সহকারী কমিশনার ভুমি এবং জেলা মহিলা ওশিশু বিষয়ক অধিদপ্তরের পরিচালক মিসেস মাধবী বড়ুয়ার সঞ্চলনায় উপস্হিত জয়ীতা নারী ও সুধীজন উপস্থিত ছিলেন।
“জয়িতা” সফল জননী ধার্মিক উপাসিকা ফটিকছড়ি উপজেধীন নানুপুর গ্রামের ঐতিহ্যবাহী হরকিশোর মহাজনের পুত্রবধু, অষ্টম সংঘরাজ ভদন্ত শীলালংকার মহাস্থবির মহোদয়ের ভ্রাতুষ্পুত্র বধু, বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত রাতুল বড়ুয়ার সহধর্মিণীর ছেলে মেয়েরা স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
বেগম রোকেয়া দিবস ২০২১ এ জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্টানে চট্টগ্রামের জেলা প্রসাশক মহোদয় সফল জননী অসীমা বড়ুয়াকে “জয়িতা” সম্মাননা তুলে দেন।