advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভিত্তিক সংগঠন ভূজপুর স্টুডেন্ট’স ফোরামের কাউন্সিল সম্পন্ন

 

রবিউল হাসান,নিজস্ব প্রতিবেদকঃ

ভূজপুর স্টুডেন্টস’ ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর কাউন্সিল-২০২১ সম্পন্ন হয়েছে। সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন ইয়াছিন আরাফাত তুষার ও সাধারণ সম্পাদক মনজুর লিমন।

গত ২৮ নভেম্বর রবিবার সন্ধ্যায়, চট্টগ্রাম নগরীর মুরাদপুর হোটেল জামান এর হলরুমে ভূজপুর স্টুডেন্টস’ ফোরাম এর সম্মানিত সভাপতি মুহাম্মাদ মহিউদ্দীন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নেওয়াজ বাবু চৌধুরীর সঞ্চালনায় ২০২১ সালের কাউন্সিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের সম্মানিত চেয়ারম্যান ও বিশিষ্ট হালদা গবেষক প্রফেসর ড. মনজুরুল কিবরিয়া, নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, সাবেক সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শফিউল বশর, ভূজপুর ওয়েলফেয়ার ট্রাস্টের সমন্বয়ক আরমান উদ্দিন, শিক্ষানবীশ কর আইনজীবী নোমান বিন খুরশীদ, তুহিন এবং ফোরামের কার্যকরি কমিটি ২০১৯-২০ এর কেবিনেট মেম্বারসহ ফোরামের নতুন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ভূজপুর স্টুডেন্টস’ ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভূজপুর থানার শিক্ষার্থীদের একক সংগঠন যা ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়ে ভূঁজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোটিভেশান প্রোগ্রাম, উচ্চ শিক্ষার উপর সেমিনার, ক্যারিয়ার বিষয়ক প্রোগ্রামসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, মানবিক, ও শিক্ষাবিষয়ক অনুষ্ঠান আয়োজন করে আসছে।

spot_imgspot_imgspot_imgspot_img
এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত