
ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা যুবলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনির সুযোগ্য সন্তান আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের ৫৪ তম জন্মদিন আলোচনা সভা ও দোয়া মাহফিল পালন করা হয়েছে।
২ রা জুলাই (শনিবার) বিকেলে যুবলীগের অস্হায়ী কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের ৫৪তম জন্মদিন আলোচনা সভা ও দোয়া মাহফিল পালন করা হয়। পৌরসভা যুবলীগের আহ্বায়ক এম সিরাজুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক বর্তমান কাউন্সিলর এম লোকমান হাকিম। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভা যুবলীগের সহ-সভাপতি মো: আকতার হোসাইন,পৌরসভা যুবলীগের সহ-সম্পাদক আলা উদ্দিন বাবু,পৌরসভা যুবলীগের সহ-সম্পাদক মো: সরওয়ার আলম, যুবলীগের ধর্ম সম্পাদক মো: রফিক আহমদ চৌধুরী,পৌরসভা যুবলীগের উপ-প্রচার সম্পাদক হুমায়ুন রশিদ,১নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি রেজাউল করিম,২নং ওয়ার্ডের যুগ্ন আহ্বায়ক মিজান চৌধুরী, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হানিফ সুমন,মো:লোকমান,মো: মাসুদ চৌধুরী,মো: মুখতার, নিশান শীল প্রমুখ। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া করা হয়।