ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ১৮ই জুলাই (সোমবার) দুপুরে চন্দনাইশ সদর ও গাছবাড়িয়া খাঁন হাট এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারের নেতৃত্বে নোংরা পরিবেশে খাদ্য বিক্রির অপরাধে ৪টি হোটেলকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এগুলো হলো ঢাকা মিষ্টি মুখ ৫ হাজার টাকা,শাহী মিষ্টিবন ৫ হাজার টাকা,চন্দনাইশ সদর কাশবন ১ হাজার টাকা, শাহ্ আমিন উল্লাহ হোটেল ২ হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযান চলাকালে অফিস সহকারী মঈন উদ্দিন ইরফানসহ পুলিশ সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।