মো: জাবের বিন রহমান আরজু,
চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি :
চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভোট সেন্টার স্থানান্তর করায় ৫নং ওয়ার্ড এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে উপজেলার বরকল কানাইমাদারী ড. অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের সামনে হতে ফকিরার টেক পর্যন্ত সড়কে হাজারো এলাকাবাসীর উপস্থিতিতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
৫ নং ওয়ার্ডের মেম্বার জনাব সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও কাইছার হামিদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরী, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সামশুল ইসলাম ও সাধারণ সম্পাদক বাহাদুর শাহ, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মীর কাশেম, সুমন বড়ুয়া, উপন বড়ুয়া, মাস্টার আবু ইউসুফ, আবদুল আলিম, এম.দস্তগীর হোসেন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে সকল প্রকার জাতীয় ও স্থানীয় নির্বাচনে বরকল ৫নং ওয়ার্ডের এলাকাবাসী কানাইমাদারী কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় ভোট দিয়ে এসেছে। হঠাৎ একটি কুচক্রী মহল ষড়যন্ত্রমূলক জনগণের মতামতের তোয়াক্কা না করে অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য ৫নং ওয়ার্ডটি কেটে প্রায়ই ৩ কিলোমিটার দূরে পাঠানদন্ডী সাবেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় স্থানান্তর করা হয়। এতে আমাদের মা-বোনদের ভোট দিতে অনেক কষ্ট পোহাতে হবে। তীব্র নিন্দার পাশাপাশি অতিবিলম্বে ভোট সেন্টারটি আগের যায়গায় পুনর্বহালের দাবী জানান এলাকাবাসী। দাবী আদায়ে যেকোনো ধরনের আন্দোলনের কঠোর হুশিয়ারি দেন বক্তারা।
উল্লেখ্য বরকল ইউনিয়নের ৩,৪ ও ৫নং ওয়ার্ডের সাধারণ ভোটাররা আগে কানাইমাদারী কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় ভোট দিয়ে আসছে। যা তিন ওয়ার্ডের মধ্যবর্তী হওয়ায় নির্ভীকভাবে তিন ওয়ার্ডের সাধারণ ভোটাররা ভোট দিয়ে আসছে। বর্তমানে ৫নং ওয়ার্ডটি কেটে পাঠানদন্ডী সাবেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় স্থানান্তর করা হয়।