
ইসমাইল ইমন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার এক অসহায় পরিবারের পৈত্রিক ভিটা বাড়ি ও বসত ঘর জোর পূর্বক দখল করে রাস্তা নির্মানের অভিযোগ উঠেছে । রবিবার ৫ ই ডিসেম্বার দুপুরে চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের মোহাম্মদ খালী গ্রামে এই ঘটনা ঘটে। জানা যায়, মোহাম্মদ খালীর স্থানীয় বাসিন্দা আনু মিয়ার ছেলে জাফর আহমদ বিগত৭বছর পূর্বে তার পৈত্রিক মৌরশী সুত্ররে প্রাপ্ত সম্পত্তিতে টিন সেট বাড়ি করে দীর্ঘদিন বসবাস করে আসছেন। ঘটনার দিন
পূর্ব কোন কথা বার্তা ছাড়াই প্রতিপক্ষ একই এলাকার মফজল আহমদের ছেলে মোঃ সেলিম উদ্দিন দলবল নিয়ে জোর পূর্বক আনু মিয়ার ভিটের গাছপাল কেটে রাস্তা নির্মান করার চেষ্টা চালায়। এতে মোঃ জাফর বাধা দিলে প্রতিপক্ষগন জাফরের ভাগিনা আবদুল শুক্কুর (৩২)কে মারধর করে। এ বিষয়ে মোঃ জাফর বাদী হয়ে সহকারী পুলিশ সুপার আনোয়ারা সার্কেল বরাবর ৬জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এবং আবদুল শুক্কুর (৩২) বাদী হয়ে চন্দনাইশ থানায় ও একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে চন্দনাইশ থানার এস আই মোঃ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে চন্দনাইশ থানার এস আই হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি জায়গাজমি সংক্রান্ত বিধায় উভয়কে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং উভয় পক্ষকে স্থানীয় গন্য মান্য ব্যাক্তি বর্গকে নিয়ে মীমাংসা করার জন্য বলা হয়েছে। কেউ ফৌজদারি অপরাধ করলে আইনি ব্যাবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।