
মো: জাবের বিন রহমান আরজু,
চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি :
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ৬নং ওয়ার্ডের ভোট কেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১ টা হতে ১২টা পর্যন্ত ঘন্টা ব্যাপী উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাগিছাহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
আলহাজ আব্দুস শুক্কুরের সভাপতিত্বে মোহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন হাশিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী, বক্তব্য রাখেন মোহাম্মদ ইউনুছ, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ ফারুক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে অদ্যাবধি জাতীয় ও স্থানীয় নির্বাচনে হাশিমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ভোট কেন্দ্র হাশিমপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে ছিল। হঠাৎ একটি কুচক্রী মহল ষড়যন্ত্রমূলক জনগণের মতামতের তোয়াক্কা না করে অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য ভোট কেন্দ্রটি হাজী মোহাম্মদ খলিল বদিউজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দাখিল মাদরাসায় স্থানন্তিরত করেন। যা পূর্বের ভোট কেন্দ্রটির তুলনায় অনেক বিপদ ও দূর্ঘটনার আশংকা রয়েছে। পূর্বের ভোট কেন্দ্রটি এলাকার মধ্যবর্তী ও মনোরম পরিবেশে অবস্থান হওয়ায় এলাকাবাসী নির্ভীকভাবে ভোট দিয়ে আসছিলো। এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সভায় তীব্র নিন্দার পাশাপাশি অতিবিলম্বে ভোট কেন্দ্রটি পূর্বের হাশিমপুর সরকারি (মডেল) প্রাথমিক বিদ্যালয়ে পুনর্বহাল করার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান।