নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম মহানগর ছাত্র অধিকার পরিষদ এর আওতাধীন চান্দগাঁও থানা শাখার কমিটি গঠিত হয়েছে।
গতকাল ৭ই জুলাই রোজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর ছাত্র অধিকার পরিষদ এর সভাপতি আমির হোসেন জুয়েল ও সাধারণ সম্পাদক বিপ্লব উদ্দিন এর সাক্ষরিত এক বিবৃতিতে ৩০ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন করা হয়।
চান্দগাঁও থানা ছাত্র অধিকার পরিষদ এর আহবায়ক নির্বাচিত হয়েছেন হাফেজ মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন এম এ আল মামুন।
এছাড়াও কমিটির যুগ্ম আহ্বায়ক এর দায়িত্বে রয়েছেন হাসেম উদ্দিন,মোঃ রাশেদ,মুশফিক মোহাম্মদ, মোঃ এনামুল হাসান সুমন, শাহিদুজ্জামান নুর সাজিদ এবং মোঃ ফরহাদ।
১ নং যুগ্ম সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন মোঃ ইকবাল, এছাড়াও মোঃ রায়হান চৌধুরী সহ যুগ্ম সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন ১০ জন।
চান্দগাঁও থানার নবনিযুক্ত আহবায়ক আহবায়ক হাফেজ আব্দুল্লাহ আল মামুন স্বাধীন নিউজ কে জানান, মেধাভিত্তিক রাজনীতির মাধ্যমে চলমান লেজুড়বৃত্তিক রাজনীতির অবসান ঘটাতে চান।
সদস্য সচিব আল মামুন বলেন, সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে চট্টগ্রাম মহানগরে আদর্শ ইউনিট ও বিশাল কর্মী বাহিনী গঠণের লক্ষ্যে কাজ করে যাওয়ার ঘোষণা দেন।
চট্টগ্রাম মহানগর ছাত্র অধিকার পরিষদ এর সাংগঠনিক সম্পাদক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থী ইমন মোহাম্মদ স্বাধীন নিউজকে বলেন,”আমরা এক মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলেছি। সিলেটে ত্রাণ থেকে শুরু করে সীতাকুণ্ডের বিএম ডিপু ট্রাজেডিতে আহতদের সেবা সহ কোনটাতে আমরা পিছিয়ে নেই। ইনশাআল্লাহ ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যেই কাজ করে যাবে ছাত্র অধিকার পরিষদ”।