advertisement

চার দিন পর আসছে শৈত্যপ্রবাহ: আবহাওয়া অফিস

স্বাধীন নিউজ ডেস্ক

চলতি মাসের আগামী ২ দিন পরেই শুরু হবে শীতের প্রথম মাস পৌষ। তার আগে সারাদেশে শীতের আমেজ শুরু হলেও পৌষের প্রথম সপ্তাহেই দেখা মিলবে শৈত্যপ্রবাহ। এমনটাই আভাস আবহাওয়াবিদদের।

আজ সোমবার ১৩ ডিসেম্বর আবহাওয়াবিদ রুহুল কুদ্দুছ জানিয়েছেন, চলতি মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বরের দিকে দেশের উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৩-৪ দিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনাও নেই।

এর আগে গতকাল রবিবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থাকলেও আজ সোমবার ১৩ ডিসেম্বর সকালে তা বেড়ে হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি।

spot_imgspot_imgspot_imgspot_img
এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত