মোঃ জাহিদ হাসান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হিসেবে সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ ওয়ালী আসিফ (ইনান) এর নাম ঘোষণার পর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আনন্দ মিছিল করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
বুধবার বিকালে উপজেলার সরকারি কলেজের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে, পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বিজয়-৭১ চত্বরে এসে শেষ হয়।
জানা যায়, মঙ্গলবার আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কমিটি ঘোষণার পর বুধবার বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল করা হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ ওয়ালি উল্লাহ রাসেল ও সাধারণ সম্পাদক আল ইমরান গণি ভূঞা হিরার নেতৃতে আনন্দ মিছিলে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আহসানুল হক সামিসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।