
জেলা প্রতিনিধি | নেত্রকোনা |
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলম মিয়া (৫৫)। এ শোক সহ্য করতে পারেননি বড় ভাই দুলাল মিয়া (৬২)। স্ট্রোক করে মারা গেছেন তিনিও।
রোববার (৩ সেপ্টেম্বর) এমই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মধুয়াকোনা গ্রামে।
মারা যাওয়া দুই ভাই মধুয়াকোনা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি মেম্বার মোকছেদুল হক।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন আলম মিয়া। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।
ছোট ভাইয়ের মৃত্যুর শোকে সকাল সাড়ে ১০টার দিকে স্ট্রোক করে মারা যান বড় ভাই দুলাল মিয়া। দুই ভাইয়ের মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।
মারা যাওয়া দুই ভাইয়ের ভাগনে এরশাদ হোসেন বলেন, ‘সকালে বাড়ির উঠানে সবার সঙ্গেই চেয়ারে বসে ছিলেন মামা দুলাল মিয়া। হঠাৎ চেয়ার থেকে পড়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।’
ইউপি মেম্বার মোকছেদুল হক বলেন, ঘটনাটি হৃদয়বিদারক। দুই ভাইয়ের মৃত্যুতে পরিবারটিতে শোকের মাতম চলছে।