
তাসদিকুল হাসান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাউন্সেলিং সেন্টারে ট্রেইনি হিসেবে ক্লিনিক্যাল এন্ড কাউন্সেলিং সাইকোলজিস্টদের নতুন ব্যাচের যোগদান উপলক্ষে ২৪ জুলাই (রোববার) ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলিং সেন্টারে কাউন্সেলিং সেন্টারের কনভেনর অধ্যাপক ড. নূর মোহাম্মদ এবং পরিচালনা কমিটির সদস্য ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ড. সানজিদা খান এর নির্দেশনায় উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রাম পরিচালনা করেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মো: আলাল মিয়া, রোজি সামাদ এবং মো মেরাজ হোসেন।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নতুন ট্রেইনি সাইকোলজিস্টদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাউন্সেলিং সেন্টার পরিচালনা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়। কিভাবে অতীতের অভিজ্ঞতার আলোকে কাউন্সেলিং সেবার মান বৃদ্ধিতে নতুন ট্রেইনিরা অবদান রাখতে পারে সে বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
এখন থেকে ক্লিনিক্যাল, এডুকেশন ও ইন্ডাস্ট্রিয়াল শাখা থেকে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বেসিক স্কিল ট্রেনিং শেষ করা ট্রেইনি কাউন্সেলরগন ভাগে ভাগে কাউন্সিলিং সেন্টারে সেবা দিয়ে থাকবে।
কাউন্সেলর সেন্টারের আহ্বায়ক অধ্যাপক ড.নূর মোহাম্মদ জানান, বিশ এর অধিক শিক্ষার্থী কাউন্সেলর হিসেবে কাজ শুরু করছে (ক্লিনিক্যাল, ইন্ড্রাস্ট্রিল, এডুকেশন) তিন শাখার কাউন্সেলরগন রুটিনমাফিক আলাদা আলাদাভাবে সেবা দিবে। আশা করি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যায় জর্জরিত শিক্ষার্থীরা তাদের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাউন্সিলরদের সর্বদা পাশে পাবে।
কাউন্সিলিং সেন্টার পরিচালনা কমিটির সদস্য ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ড. সানজিদা খান চ্যানেল 24 অনলাইনকে জানান, এখানে মনোবিজ্ঞান বিভাগের সুপারভিশনে শিক্ষার্থীদের মানসিকভাবে সহায়তা প্রদানের জন্য মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্স অধ্যয়নরত শিক্ষার্থীরা ট্রেইনি কাউন্সেলর হিসেবে কাজ করবে। যারা এখানে কাজ করবে সকল নিয়মকানুন মেনে সেবা দিতে সক্ষম হলে তাদেরকে সার্টিফিকেট দেয়া হবে।
ট্রেইনি কাউন্সেলর আলাল মিয়া বলেন,একঝাক নতুন ট্রেইনি ক্লিনিক্যাল এন্ড কাউন্সেলিং সাইকোলজিস্টকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাউন্সেলিং সেন্টারে স্বাগতম। তারা তাদের পেশাগত জ্ঞান কাজে লাগিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছি।