
তাসদিকুল হাসান, জবি প্রতিনিধি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভেগের তিনটি ব্যাচের নবীনবরণ একই সাথে চারটি ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
৪ জুলাই ২০২২ রোজ সোমবার বিভাগের ২০১৮-১৯ (১০তম ব্যাচ), ২০১৯-২০ (১১তম ব্যাচ) ও ২০২০-২১ শিক্ষাবর্ষ (১২তম ব্যাচ) এর নবীনবরণ এবং ২০১৪-১৫ (২য় ব্যাচ), ২০১৫-১৬ (৩য় ব্যাচ), ২০১৬-১৭ (৪থ ব্যাচ) ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষ (৫ম ব্যাচ) এর বিদায় সংবর্ধণা অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
ফার্মেসী বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার উপস্থিত ছিলেন। এসময় নবীন এবং বিদায়ী শিক্ষার্থীবৃন্দ সহ বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।