
স্বাধীন নিউজ ডেস্ক!
টলিউড হোক বা বাংলাদেশ সব জায়গাতেই রীতি মতন দাপটের সঙ্গে কাজ করে চলেছেন অভিনেত্রী জয়া হাসান। তার অভিনয় থেকে তার সৌন্দর্য সবকিছুই মুগ্ধ করে দর্শকদের।
সেই যায় এবার ঢালিউড এবং টলিউড ছাড়িয়ে বলিউডে পাড়ি দিয়েছেন। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে তার প্রথম হিন্দি ছবির কাজ।
পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় কড়ক সিং ছবিতে দেখা যেতে চলেছে, জয়াকে।
পঙ্কজ ত্রিপাঠির বিপরীতে দেখা যাবে। তাই স্বাভাবিকভাবেই অভিনেত্রীর উত্তেজনার পারদ বেড়ে রয়েছে বেশ কিছুটা। অভিনেত্রীর কথায় -” স্টার টম জিনিসটা পঙ্কজজির মধ্যে নেই। তিনি ভীষণ সহযোগী একজন অভিনেতা।
তিনি প্রায় সময় আমাদের জন্য খাবার নিয়ে আসতেন। ” সুতরাং বোঝাই যাচ্ছে যে জয়া বলিউড অভিনেতার স্বভাবে মুগ্ধ হয়েছেন।
পঙ্কজ দয়া ছাড়াও এই ছবিতে থাকছেন সঞ্জনা সাংঘি এবং পার্বতী থিরুভোতু। জয়া যেমন পঙ্কজ ত্রিপাঠির ভক্ত ঠিক তেমনি পঙ্কজ অভিনেত্রীর অভিনয় নিয়ে প্রশংসা করেছেন বারবার। এমনকি অভিনেতা এও জানিয়েছেন যে তিনি বাংলাদেশের কাজ নিয়ে আগ্রহী প্রচন্ডভাবে।
এর পাশাপাশি জানা গিয়েছে যে শুটিং চলাকালীন নাকি ইলিশ মাছ খেতে চেয়েছিলেন অভিনেতা। তবে কলকাতায় বাংলাদেশি ইলিশ পাওয়া দুষ্কর তাই জয়া বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন পঙ্কজকে।