জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন’ ও ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২’ উপলক্ষে আলোচনা সভা

 

মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ

আজ ২৩ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ দেশব্যাপী পালিত হচ্ছে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’। দিবসটি উপলক্ষে এ বছর প্রথমবারের মতো দেওয়া হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’। এবার সরকারের বিভিন্ন দপ্তরের ২৭ জন কর্মকর্তা, চারটি দপ্তর এ পদক পেয়েছেন। এর আগে শুধু ‘জনপ্রশাসন পদক’ নামে দেওয়া হতো এ পুরস্কারটি। দিবসটি উপলক্ষে আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মনোনীতদের এ পদক দেওয়া হয়েছে। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এবার ১০টি শ্রেণিতে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক দেওয়া হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক, মৌলভীবাজার- এঁর সম্মেলনকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় উপ-পরিচালক স্থানীয় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি),অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -