মো: জাহিদ হাসান, ঈশ্বরগঞ্জ( ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তরুণ পার্টির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটিরচরনওপাড়া গ্রামে শুক্রবার বিকেলে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও রাজিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আলী ফকির। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউসার আহমেদ, আহ্বায়ক জাতীয় তরুণ পার্টি ময়মনসিংহ জেলা শাখা, নিজামুদ্দিন, সহ-সভাপতি ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয় পার্টি, তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয় পার্টি ,ইসমাইল হোসেন তুষার, সাবেক সদস্য সচিব ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয় পার্টি, মানিক তালুকদার, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয় পার্টি, আব্দুল মতিন, অর্থ বিষয়ক সম্পাদক ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয় পার্টি, মোঃ আক্তারুজ্জামান শরাফত, সভাপতি রাজিবপুর ইউনিয়ন, মোহাম্মদ বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক রাজিবপুর ইউনিয়ন জাতীয় পার্টি, তানভীর হোসাইন খান রাজিব, আহ্বায়ক জাতীয় তরুণ পার্টি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা, ফয়সাল আহমেদ, সদস্য সচিব জাতীয় পার্টি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা, মোঃ সাইফুল ইসলাম বুলেট, যুগ্ম-আহ্বায়ক জাতীয় পার্টি ময়মনসিংহ জেলা শাখা, মাসুদ রানা সদস্যসচিব ময়মনসিংহ সদর উপজেলা শাখা। এছাড়াও উপস্থিত ছিলেন, এলাকার সর্বস্তরেে মানুষ।
সমাবেশে বক্তারা তরুণ পার্টের বিভিন্ন লক্ষ্য ও কর্মসূচী নিয়ে কথা বলেন।