
মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিজ্ঞানভিত্তিক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের (জেইউএসসি) আয়োজনে অনুষ্ঠিত হলো ৮ম জেইউএসসি গণিত অলিম্পিয়াড-২০২২।
‘গণিতের মাঝে বিজ্ঞানের বাস, গণিতে করি মেধার বিকাশ’প্রতিপাদ্যে শুক্রবার (১ জুলাই) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ ভবনে অনুষ্ঠিত হয় গণিত অলিম্পিয়াড-২০২২-এর কার্যক্রম।
এসময় গণিত অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সায়েন্স ক্লাবের প্রধান উপদেষ্টা ও পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর, গণিত বিভাগের সভাপতি ড. জেসমিন আখতার।
জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। এ বাংলাদেশ গড়তে হলে আমাদের অনেক প্রযুক্তিবিদ তৈরি করতে হবে। এই প্রযুক্তিবিদ তৈরি করতে হলে ছাত্র-ছাত্রীদের বেশি বেশি বিজ্ঞানের দিকে আকর্ষণ করাতে হবে। আমি মনেকরি, অলিম্পিয়াড বিজ্ঞানের দিকে ছাত্র-ছাত্রীদের বেশি আকর্ষিত করবে।
প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, আমি উপস্থিত ছাত্র-ছাত্রীদের বলবো-দেশের ক্রান্তিকালে, দেশের দুর্যোগে যেন সবাই যার যার মতো সাহায্য করে।
জাবি সায়েন্স ক্লাবের উপদেষ্টা ও পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক আলমগীর কবীর বলেন, বিজ্ঞানকে ধারণ করা একঝাঁক তরুণের উদ্যমী মানসিকতায় গড়ে উঠেছে জেইউএসসি। সারাবছর বিজ্ঞানভিত্তিক বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে আজকের এই গণিত অলিম্পিয়াড। এই কার্যক্রমসহ ক্লাবের সাফল্য কামনা করছি।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক এম. মেজবাহউদ্দিন সরকার, অধ্যাপক মো. শরিফ হোসেন, অধ্যাপক শফি মুহাম্মদ তারেক, সিনেট সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল তানভীর, জাবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল জলিল ভূঞা, জাবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
উল্লেখ্য, জাবি সায়েন্স ক্লাব প্রতিবছর বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারতায় গণিত অলিম্পিয়াড, জাতীয় বিজ্ঞান মেলাসহ বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা, সভা ও সেমিনারের আয়োজন করে থাকে।