
মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা ৩১ জুলাই শুরু হয়ে চলবে ৪ আগস্ট পর্যন্ত। শুক্রবার (১৫ জুলাই) সন্ধ্যায় জাবির কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান বলেন, ‘সি’ ইউনিটের পরীক্ষা দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১ আগস্ট ‘বি’ ইউনিট। ২ আগস্ট ‘এ’ ইউনিট। ৩ আগস্ট ‘এ’ এবং ‘ডি’ ইউনিট এবং ৪ আগস্ট ‘ডি’ এবং ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আবু হাসান আরো বলেন, কক্ষভিত্তিক আসন বিন্যাস চূড়ান্ত হলে ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে। এছাড়া পরীক্ষার পূর্বে বিস্তারিত তথ্য ও সিটপ্ল্যান juniv-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে।
এবছর গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) মিলে ‘এ’ ইউনিট, সমাজবিজ্ঞান ও আইন অনুষদ মিলে ‘বি’ইউনিট, কলা ও মানবিক অনুষদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগ এবং বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট মিলে ‘সি’ ইউনিট, জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিট এবং ব্যবসায় শিক্ষা অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) মিলে ‘ই’ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
জানা যায়, এবারের ভর্তি পরীক্ষায় মেধাক্রম অনুযায়ী এক হাজার ৮৮৮ আসনের বিপরীতে দুই লাখ ৮৪ হাজার ৬০৫ আবেদন জমা পড়েছে। ফলে এক আসনের জন্য লড়বে প্রায় ১৫১ শিক্ষার্থী।