
ফারিয়াজ ফাহিম
স্বাধীন নিউজ, জামালপুর প্রতিনিধি।
জামালপুরের ইসলামপুরে চরপুটিমারী ইউনিয়নের সাজলের চর দশ আনী নদী ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল।
১২ আগস্ট বিকালে সাজলের চরে ব্রীজ পারে চরপুটিমারী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত সমাবেশে শেষে জিও ব্যাগ ফেলে ডাম্পিং কাজের উদ্বোধন করা হয়।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, নদী ভাঙন রোধে সরকার ত্বরিত পদক্ষেপ নেওয়ায় জান মালের ক্ষতি আগের তুলনায় অনেক কম হয়। নদী ভাঙ্গনরোধে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন বন্ধে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কৃষিবিদ শফিকুর রহমান শিবলী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম প্রমুখ বক্তব্য রাখেন।।