ফারিয়াজ ফাহিম
স্বাধীন নিউজ, জামালপুর প্রতিনিধি।
আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ। জামালপুর জেলার প্রথম অঙ্গ সহযোগী হিসেবে আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে টিম গঠিত হয়েছে।নবগঠিত টিমের প্রথম অফলাইন মিট-আপ অনুষ্ঠিত হয় আজ ১৬ই আগষ্ট (রবিবার)২০২২ ইং।
মিট আপের আলোচনার বিষয় ছিলো – আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর কার্যাবলী, কার্যপ্রণালী,রেজিষ্ট্রেশন, ক্যাম্পাস ফেস্ট ইত্যাদি। সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাস(গোল চত্বর) সংলগ্নে আজকের প্রথম মিট আপ টি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিশ্ববিদ্যালয় টিমের প্রথম অফলাইন মিট-আপ উপলক্ষে উপস্থিত ছিলেন,মোঃ তুহিন ইসলাম (টিম লিডার আইসিটি অলিম্পিয়াড
জামালপুর জেলা)মোঃ মিনহাজুল ইসলাম অরূপ(বিশ্ববিদ্যালয় টিম ম্যানেজার
জামালপুর জেলা)আশরাফুল ইসলাম কাব্য (টিম লিডার আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয়)জান্নাতুল মাওয়া
(কো-লিডার আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয়) ও সিনিয়র নেতৃ বৃন্দ সহ ক্যাম্পাস এম্বাসেডর বৃন্দ।
প্রসঙ্গত,আইসিটি অলিম্পিয়াড
বাংলাদেশ শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয় বরং সারা দেশের সকল শিক্ষার্থীকে আইসিটিতে সচেতন ও দক্ষ করে গড়ে তোলার প্ল্যাটফর্ম।
বাংলাদেশের সকল শিক্ষার্থীকে আইসিটিতে দক্ষতা অর্জনে সহযোগিতা করা এবং প্রতিযোগিতামূলক বিশ্বের জন্য তৈরি করতে গাইডলাইন প্রদান করা।পঞ্চম শিল্প বিপ্লবে বাংলাদেশকে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এগিয়ে রাখাও আমাদের অন্যতম প্রধান উদ্দেশ্য।
আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর উদ্যোগ গ্রহণ করেছে হুইসেল লিমিটেড ও ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট।আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর প্রজেক্ট ডিরেক্টর হিসেবে যুক্ত আছেন Sohag360 এর প্রতিষ্ঠাতা সোহাগ মিয়া এবং আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর আহবায়ক শামিমা বিনতে জলিল।
আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি ও বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক।এছাড়াও আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর অ্যাডভাইজর হিসেবে যুক্ত আছেন ডা. মুহাম্মদ জাফর ইকবাল,ডা. কায়কোবাদ, সৈয়দ আলমাস কবীর, রাসেল টি আহমেদ,মুনির হোসেন,মোহাম্মদ মাহদী উজ জামান, ডা. আতিউর রহমান, লাফিফা জামাল সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।।