জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

ফারিয়াজ ফাহিম 
স্বাধীন নিউজ, জামালপুর প্রতিনিধি।
আজ ৮ মার্চ।আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে জামালপুরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসক ও উপ- পরিচালক কার্যালয়,মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা জামালপুর জেলা শাখা  আয়োজনে এ অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মোঃ মোক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। প্রভাষক তারিকুল ফেরদৌস  তারেকের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক জাকিয়া সুলতানা। এছাড়াও বক্তব্য রাখেন  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আনোয়ার , জেলা শিক্ষা কর্মকর্তা মনিরা মুস্তরী ইভা,জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দীন, ব্র্যাক জেলা সমন্বয়ক মুনির হোসাইন খান, উন্নয়ন সংঘের পরিচালক সাংবাদিক জাহাঙ্গীর সেলিম সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় কুমার পাল। স্বাগত বক্তব্য রাখেন জামালপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাসরিন সুলতানা।।
এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -