জামালপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক পেলেন ২৯ জন অসহায় ও অস্বচ্ছল ব্যক্তি

ফারিয়াজ ফাহিম 
স্বাধীন নিউজ, জামালপুর প্রতিনিধি।
আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে জামালপুর সদরের বিভিন্ন ইউনিয়নের জন্য অসহায় ও অস্বচ্ছল ২৯ জন ব্যক্তিদের মাঝে ১৩ লাখ ৭০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
২৪ জুলাই সকালে শহরের খেজুরতলায় বীরমুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন এমপির নিজ বাসভবনে অসহায় ও অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে এ চেক বিতরণ করা হয়।
এসময় অসহায় ও অস্বচ্ছল ব্যক্তির হাতে চেক তুলে দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।
এ সময় জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা ও এমপির ব্যক্তিগত সহকারী মো. সাইফুল ইসলাম রাহাত চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চেক বিতরণ অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন এমপি বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ইতিপূর্বে জামালপুর সদরের বিভিন্ন ইউনিয়নে অসহায় ও অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে প্রায় ২ কোটির অধিক টাকার চেক বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আবেদনের প্রেক্ষিতে ২৪ জুলাই অসহায় ও অস্বচ্ছল ২৯ জন ব্যক্তির মাঝে ১৩ লাখ ৭০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।।
এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -