ফারিয়াজ ফাহিম
স্বাধীন নিউজ, জামালপুর প্রতিনিধি।
১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শপথ পাঠ অনুষ্ঠানটি সারাদেশে ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়।বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়াম হতে জেলা প্রশাসক, জনাব মোর্শেদা জামানের নেতৃত্বে জামালপুর জেলা ভার্চ্যুয়ালী যুক্ত ছিল। পুলিশ সুপার, জনাব নাছির উদ্দিন আহমেদ মহোদয়ের নেতৃত্বে জেলা পুলিশের সকল সদস্য উক্ত শপথ পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব ফারুক আহমেদ চৌধুরী,জেলা পরিষদ চেয়ারম্যান, অতি.পুলিশ সুপার সদর ও সদর সার্কেল মহোদয়গন, মেয়র জামালপুর পৌরসভা, জেলা আনসার কমান্ডেন্ট, জেলার জামালপুর জেলা কারাগার, পরিচালক, ফায়ার সার্ভিস জামালপুর। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, পুনাক নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থী বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।।