জামালপুরে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথি দল গঠন

0
51
ফারিয়াজ ফাহিম 
স্বাধীন নিউজ, জামালপুর প্রতিনিধি।
 “দ্যা ড্রিমার”, মানে যে স্বপ্ন দেখে এই স্লোগানকে সামনে রেখে, ২৫ জন কিশোরী নিয়ে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া  ইউনিয়নের কুটামনি গ্রামে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে স্বপ্নসারথি দল গঠন করা হয়।বুধবার বিকেলে এ দল গঠন অনুষ্ঠানে আয়োজন করা হয়।
স্বপ্নসারথি দল গঠনে সর্বসম্মতিক্রমে আহবায়ক নির্বাচিত হয় দিশা রানী ও সহ আহবায়ক পদে তনা ও রিপাকে নির্বাচিত করা হয়।
 এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ,ব্র্যাক জেলা ব্যবস্থাপক হাফিজা খানম, সেলপ অফিসার মো.আলমগীর মিয়া।।