জামালপুরে ব্র্যাকের উদ্যোগে বয়সকালীন স্বাস্থ্য শিক্ষা  বিষয়ে ধর্মীয় নেতাকর্মীদের কর্মশালা

0
50
ফারিয়াজ ফাহিম
স্বাধীন নিউজ, জামালপুর প্রতিনিধি।
বয়: সন্ধিকালীন পরিবর্তন  ও হিজড়া জনগোষ্ঠীকে সামাজিক অর্ন্তভুক্তিকরনে ধর্মীয় নেতাদের নিয়ে দিনব্যাপী  যৌন ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা বাস্তবায়নে লক্ষ্যে  ব্র্যাক অধিকার এখানে, এখনই প্রকল্পের ২৩ টি জেলায়  কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন  স্বাস্থ্য ও অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে ,রাইট হিয়ার রাইট নাও প্রকল্প।
প্রারম্ভিক জরিপের ভিত্তিতে তরুণ- শিক্ষার্থীদের  যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি বেসরকারি কর্মকর্তা, শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও কমিউনিটির সদস্যদের যার যার অবস্থান থেকে সক্রিয় ও উদ্যোগী ভূমিকা পালন করা । কৈশোর বান্ধব যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরী এবং শিক্ষা প্রতিষ্ঠানে এ বিষয় একটি সহায়ক পরিবেশ সৃষ্টি করে।
সোমবার  দুপুরে   ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের উদ্যোগে শহরের চালাপাড়া সুইড বুদ্ধি  প্রতিবন্ধী  স্কুলের হলরুমে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামীক ফাউন্ডেশনের উপ পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব ও বিভিন্ন দিকনির্দেশনা মূলক  বক্তব্য দেন  ব্র্যাকের রাই হিয়ার রাইট নাও প্রকল্পের-২ এর এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান । স্বাগত বক্তব্য রাখেন  ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের-২ এর ডিওয়াইএম কাকলী  আক্তার ।
এসময় উপস্থিত ছিলেন,সিঁড়ি  সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ূরীসহ বিভিন্ন ধর্মীয় নেতাকর্মী। শিক্ষা প্রতিষ্ঠানে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা পাঠদানে উদ্যোগ গ্রহন করা হবে।হিজড়া জনগোষ্ঠীকে পরিবারে সাথে রাখা ও নাগরিক অধিকার পাওয়া ক্ষেতে সহযোগিতা করা উচিত।
প্রতিষ্ঠানের সেবা গ্রহনের জন্য উৎসাহ প্রদান করা হয়।   বিজ্ঞাপন, পর্নো পত্রিকা, ইন্টারনেট, টিভি ইত্যাদির এড়িয়ে  চলার জন্য বলা হয়।।