ফারিয়াজ ফাহিম স্বাধীন নিউজ, জামালপুর প্রতিনিধি।
জামালপুর মাতৃ সদনের পুকুর সংস্কার ও সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুকুর সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, পৌরসভার মেয়র ছানুয়ার হোসেন ছানু, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ও লাইন ডাইরেক্টর ডাঃ মোহাম্মদ শরীফ, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, জামালপুরের সিভিল সার্জন ডাঃ প্রণয় কান্তি দাস, জামালপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ডাঃ সাজদা-ই-জান্নাত। উদ্বোধন শেষে পুকুল সংলগ্ন বিভিন্ন প্রকার বৃক্ষরোপণ, পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ ও জামালপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।।