
ফারিয়াজ ফাহিম
স্বাধীন নিউজ, জামালপুর প্রতিনিধি।
জামালপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জামালপুরে পালিত হয়েছে বাংলাদেশ যুব মহিলা লীগের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে গতকাল বুধবার (০৬ জুলাই) সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা ও সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি’র নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সদস্য বিজন কুমার চন্দ, ১০ নং ঝাউগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা চৌধুরী হেনা প্রমূখ।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শহর যুব মহিলা লীগের সভাপতি সায়মা হামজা সিমি, সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মহসিনা মৌসুমী, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসী, জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি জেনিন তাসনিন জোনাকী,যুগ্ম-সাধারণ সম্পাদক সানজিদা আক্তার আঁখি প্রমূখ।
এছাড়াও জেলা যুব মহিলা লীগ,শহর যুব মহিলা লীগ ও সদর উপজেলা যুব মহিলা লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠিত হয়। এছাড়াও দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে তা জামালপুর পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।
জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় যুব মহিলা লীগ সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ড প্রচারে কাজ করে যাচ্ছে। তাঁরই হাতে গড়া এ সংগঠন আওয়ামী লীগের অন্যতম ভ্যানগার্ড হয়ে থাকবে। আজকের এই দিনে সংগঠনের প্রাণশক্তি জামালপুর জেলা যুব মহিলা লীগের সর্বস্তরের নেতাকর্মী বোনদের আমি অভিনন্দন জানাই।
জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি বলেন , রাজপথে আওয়ামী লীগের সব কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি যুব মহিলা লীগের নেতাকর্মীরা বিএনপি-জামায়াত জোট সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলে দেশব্যাপী পরিচিতি লাভ করে। প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুব মহিলা লীগের সর্বস্তরের নেতাকর্মী বোনদের আমি অভিনন্দন জানাই।।