জামালপুরে শেখ হাসিনা’র কারাবন্দি দিবস উপলক্ষে  আলোচনা সভা 

ফারিয়াজ ফাহিম 
স্বাধীন নিউজ, জামালপুর প্রতিনিধি।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি গণতন্ত্রের মানসকন্যা, দেশরত্ন শেখ হাসিনা’র কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জামালপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে শেখ হাসিনা’র কারাবন্দি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরে শেখ হাসিনা’র কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
পৌর আওয়ামী লীগ এর সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ,জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা,সাংগঠনিক সম্পাদক আ.ব.ম. জাফর ইকবাল জাফু, প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ,জেলা যুব লীগের সভাপতি এরশাদ হোসেন সোহেল,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ,পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরা চৌধুরী,জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা,জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক স্বপন, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তন্ময় প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিল, শেখ হাসিনার মুক্তির জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এবং সমগ্র পৃথিবীতে ছড়িয়ে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার অনুসারীরা আন্দোলন গড়ে তুলেছিলেন, বিদেশিদের কাছে বাংলাদেশের চিত্র উপস্থাপন করেছিলেন। ১৬ জুলাই গ্রেফতারের পর বঙ্গবন্ধুকন্যার মুক্তির জন্য সারাদেশে আন্দোলন এবং অন্যায়ভাবে তাকে গ্রেফতারের বিষয়টি বিশ্বব্যাপী তুলে ধরার ফলে আন্তর্জাতিক চাপ— এ দু’য়ের কারণে তত্ত্বাবধায়ক সরকার জননেত্রীকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল।’
এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -