জামালপুর অবঃ সশস্ত্রবাহিনীর সদস্যদের  অফিস উচ্চেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

0
29
ফারিয়াজ ফাহিম 
স্বাধীন নিউজ, জামালপুর প্রতিনিধি।
জামালপুর অবঃ সশস্ত্রবাহিনীর সদস্যদের  অফিস উচ্চেদের প্রতিবাদে সংবাদ হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুর শহরের তামালতলা এলাকার পিলখানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন সশস্ত্রবাহিনীর সদস্যরা। সম্মেলনে লিখত বক্তব্য দেন,জেলা প্রাক্তন সৈনিক যুব ও সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোঃ নুরুল ইসলাম চৌধুরী ও সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মুকুল। তারা অভিযোগ করে বলেন, শহরের পিলখানা এলাকার ২২ শতাংশ সরকারি জমির উপর ২৫ বছর আগে গভঃ রেজি নং-০০৬৩৩  নম্বরে জেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীদের নিয়ে একটি সমিতি গঠন করে  এতে ওই জায়গাতে স্থাপনা উঠিয়ে  বিভিন্ন সেবা মুলক কাজ চালিয়ে যাচ্ছি। এখানে জামালপুর জেলা পরিষদের অনুদানও রয়েছে। তারা আরও বলেন,এই জায়গাটি ছিল এক সময়  পতিত,গর্ত ও মাদকাসক্তদের আস্তানা। এই জায়গায় তারা সংষ্কার করে ২০০৩ সালে সরকারের   কাছে   সংস্থাটির নামে স্থায়ী লিজ চেয়ে আবেদন করলেও এখন পর্যন্ত তার কোন সুরাহা মিলেনি। উল্টে জামালপুর পৌর ভূমি অফিসের কতিপয় অসাধু কর্মচারি- কর্মকর্তারা এলাকার  মরহুম মুক্তিযোদ্ধা সরাজ আলীর কণ্যা ময়না বেগম ও নাতী রাজু মিয়ার পক্ষ নিয়ে তাদের  স্থাপনা উচ্ছেদের পায়তারা চালিয়ে যাচ্ছে। সমতির  ভোক্তভোগিরা  এর সঠিক সমাধানে প্রশাসনের সুদৃষ্টি কামনা  করছেন। এ সময় সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।।