স্বাধীন নিউজ ডেস্ক!
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আবুধাবিতে একটি হাই প্রোফাইল টি-১০ প্রতিযোগিতায় দুর্নীতির ছয়টি অভিযোগ তদন্ত করছে। এই লিগে ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী চারজন সদস্যও যুক্ত ছিলেন।
আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট (এসিইউ) দুই সপ্তাহের টুর্নামেন্টে দুর্নীতিমূলক কার্যকলাপ সম্পর্কিত এক ডজনেরও বেশি অভিযোগ পেয়েছে। যার অর্ধেক আনুষ্ঠানিক তদন্ত শুরু করার জন্য যথেষ্ট গুরুতর বলে মনে করা হয়েছে।
মঈন আলী, আদিল রশিদ, অ্যালেক্স হেলস এবং দাউদ মালান অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ইংল্যান্ডের টি-টোয়েন্টি জয়ের পর সরাসরি এই ইভেন্টে অংশ নিতে উড়ে এসেছিলেন।
আইসিসি আবুধাবিতে টি-১০ প্রতিযোগিতায় দুর্নীতির ছয়টি অভিযোগের তদন্ত করছে। এই আসরে ডেকান গ্ল্যাডিয়েটর্স চ্যাম্পিয়ন হয়েছিল। অবশ্য, এই দলের খেলোয়াড়দের দুর্নীতি করার বিষয়ে অভিযোগ নেই।
আইসিসি দলগুলোর সন্দেহজনক কার্যকলাপের রিপোর্টও পেয়েছিল। যার মধ্যে রয়েছে ফ্র্যাঞ্চাইজি মালিকরা শর্ত বিবেচনা না করেই বোলিং এবং ব্যাটিং অর্ডার আগে থেকে ঠিক করে দিয়েছিল, তারকা খেলোয়াড়দের স্বল্প নোটিশে বাদ দেওয়া এবং ব্যাটারদের বাজে শট দিয়ে তাদের উইকেট তুলে দেওয়া।