হবিগঞ্জ জেলা প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত নামের এক নারীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার (৭ মে) সকালে উপজেলার লেঞ্জাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ (আইসি) হারুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, আখাউড়া থেকে ছেড়ে আসা সিলেটগামী সুরমা মেইল ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে নিহতের নাম পরিচয় এখনও যানা যায়নি। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানা যায়।