Logo
রবিবার , ৩ জুলাই ২০২২ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আঞ্চলিক খবর
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইতিহাস ও ঐতিহ্য
  8. উন্নয়ণ
  9. করোনা
  10. কৃষিবার্তা
  11. ক্যাম্পাস বার্তা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গণমাধ্যম
  15. গল্প ও কবিতা

ঢাকার কমলাপুরে টিকিটের জন্য রাত জেগে অপেক্ষায় নারীরাও

প্রতিবেদক
প্রকাশক
জুলাই ৩, ২০২২ ১২:৫৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক |
ট্রেনের অগ্রিম টিকিটের জন্য কমলাপুর স্টেশনে রাত জেগে অপেক্ষায় হাজারো মানুষ। সেখানে টিকিটের জন্য নারীদেরও অপেক্ষা করতে দেখা গেছে। কারো কারো কোলে ছোট শিশুও রয়েছে। পরিবার-পরিজন নিয়ে গ্রামে ঈদ উদযাপন করতে যেতে এমন কষ্ট করছেন বলে জানান টিকিটপ্রত্যাশী এসব নারী।

শনিবার (২ জুন) রাত ১০টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে এ দৃশ্য দেখা গেছে।

কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট কাটতে লাইনে দাঁড়িয়ে থাকা অধিকাংশই পুরুষ। কিন্তু যাদের পুরুষ দাঁড়ানোর সুযোগ নেই সেসব পরিবারের নারীরাই টিকিট কাটতে আসেন। এছাড়া অনেক শিক্ষার্থী বাসে ভোগান্তি ও জ্যামের কারণে ট্রেনের টিকিট কাটতে আসেন কমলাপুর স্টেশনে।

টিকিটের জন্য লাইনে থাকা শিউলি আক্তার স্বাধীন নিউজকে বলেন, পরিবার নিয়ে গ্রামে যাবো ঈদ করতে। টিকিট কাটার জন্য ভোগান্তিতে পড়তে হচ্ছে আমাদের। সারারাত লাইনে দাঁড়িয়ে থেকে সকালে টিকিট কাটতে হবে।

ঈদ করতে পাবনা যাবেন মনিরা খাতুন। রাজধানীর খিলগাঁও থেকে দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনে আসেন তিনি। পরিবারে তিনি ছাড়া আর কেউ টিকিট কাটার মতো না থাকায় তাকেই আসতে হয়েছে।

জাগো নিউজকে মনিরা খাতুন বলেন, ঈদ করতে গ্রামে যাবো। আমি ছাড়া কেউ নাই যে এত দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট কাটবে। তাই অনেকটা বাধ্য হয়েই লাইনে দাঁড়াতে হয়েছে।

মোছাম্মদ মুক্তা বেগম নামের আরেক নারী স্বাধীন নিউজকে বলেন, ছেলেমেয়ে, পরিবারের সবাইকে নিয়ে ঈদ করতে গ্রামে যাবো। দুপুরে আসলাম স্টেশনে। সারারাত লাইনে থেকে সকালে টিকিট কাটবো। বাসে গেলে রাস্তায় অনেক জ্যাম থাকে। অনেক ভোগান্তি পোহাতে হয়। তাই এখন কষ্ট হলেও ট্রেনের টিকিট কাটতে আসলাম।

রাজশাহী যাওয়ার জন্য লাইনে দাঁড়ানো শামীমা আক্তার স্বাধীন নিউজকে বলেন, বাসে ভাড়া অনেক বেশি নেয়। তাই ট্রেনেই যাওয়ার চেষ্টা করি সব সময়। ট্রেনে সবচেয়ে কষ্ট হলো টিকিট কাটা। টিকিট পেয়ে গেলে অন্তত একটু কম ভোগান্তিতে পড়তে হয়।

রেল মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ১ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া শুরু হয়েছে। সেদিন দেওয়া হয়েছে ৫ জুলাইয়ের টিকিট, ২ জুলাই দেওয়া হয় ৬ জুলাইয়ের টিকিট, ৩ জুলাই দেওয়া হবে ৭ জুলাইয়ের টিকিট, ৪ জুলাই দেওয়া হবে ৮ জুলাইয়ের টিকিট এবং ৫ জুলাই দেওয়া হবে ৯ জুলাইয়ের ট্রেনের টিকিট।

এছাড়া ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে। ওই দিন ১১ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। ৮ জুলাই ১২ জুলাইয়ের টিকিট, ৯ জুলাই দেওয়া হবে ১৩ জুলাইয়ের টিকিট। ১১ জুলাই ১৪ এবং ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

জামালপুরে গৃহবধু হত্যার বিচারের দাবিতে মানববন্ধ কর্মসুচি পালিত

বাজারের সিন্ডিকেট ধরতে পারলে ব্যবস্থা নিতাম : পরিকল্পনামন্ত্রী

গলা শুকিয়ে যাচ্ছে বারবার,যে সব কঠিন রোগের লক্ষণ!

বহুতল ভবনে বদলে যাচ্ছে বঙ্গবাজারের রূপ।

খাগড়াছড়িতে চার বীর কন্যাদের সাথে স্কুলের ছাত্রীদের মিট দ্যা প্রাইড অনুষ্ঠান অনুষ্ঠিত।

কলার গায়ে কালো ছোপ ছোপ দাগ থাকে কেন?

পৃথিবীর তাপমাত্রা হুহু করে বেড়ে যাচ্ছে!বিজ্ঞানীদের কথায় রীতিমতো চমকে যাবেন

রেকর্ড ৩ কোটি ৮৯ লাখ টাকা মসজিদের দানবাক্সে পাওয়া গেল

রাজবাড়ীতে প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী ও খাবার বিতরণ 

ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি কবে, জানা যাবে আজ