
রাজবাড়ী প্রতিনিধি।
ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী ও ওয়ারেন্ট তামিলকারী অফিসার হয়েছেন এসআই মিজানুর রহমান। গত মে মাসে রাজবাড়ী জেলার মধ্যে এসআই( নিরস্ত্র) মিজানুর রহমান সব থেকে বেশি অস্ত্র উদ্ধার করে ও সব থেকে বেশি ওয়ারেন্ট তামিল করে। এসআই ( নিরস্ত্র) মিজানুর রহমান পাংশা মডেল থানায় কর্মরত রয়েছেন।
(২১ জুলাই) বৃহস্পতিবার সকাল ১১টার সময় ঢাকা রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে ১ম ও ২য় ত্রৈমাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী এসআই মিজানুর রহমানকে পুরস্কৃত করেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার সাবেক পুলিশ সুপার ও পদোন্নতিপ্রাপ্ত ডিআইজি জিহাদুল কবির, রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান সহ বাংলাদেশ পুলিশের অন্যান্য সদস্যগন।