ঢাবির ‘খ’ ইউনিটে তৃতীয় মাদারীপুরের কেয়া

স্বাধীন নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে (কলা অনুষদ) ২০২১-২২ শিক্ষাবর্ষের (স্নাতক) ভর্তি পরীক্ষায় তৃতীয় হয়েছেন মাদারীপুরের মেয়ে সাবরিন আক্তার কেয়া।

সোমবার (২৭ জুন) দুপুরে ফলাফল ঘোষণা করা হয়। এই খবর ছড়িয়ে পড়লে কলেজ ও স্কুলের তার সহপাঠী ও স্বজনদের মাঝে আনন্দ বিরাজ করছে।

সাবরিন আক্তার কেয়া মাদারীপুর সরকারি কলেজের মানবিক বিভাগের ছাত্রী ছিলেন। মাদারীপুর ডনোভান সরকারি বালিকা বিদ্যালয় থেকে জিপিএ- ৫ পেয়ে এসএসসি পাস করেন।

তিনি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার জিপিএর ভিত্তিতে প্রাপ্ত নম্বরসহ মোট ৯৬ দশমিক ২৫ পেয়ে তৃতীয় হয়েছেন।

মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. জামান মিয়া বলেন, আমরা গর্বিত যে আমাদের মাদারীপুর সরকারি কলেজের ছাত্রী কেয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তৃতীয় হয়েছে। সবসময় আমি তার সফলতা কামনা করি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে (কলা অনুষদ) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় তৃতীয় হওয়া সাবরিন আক্তার কেয়া বলেন, আমার এই সাফল্যের জন্য প্রথমেই মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাই। এই সাফল্যর পেছনে সবচেয়ে বড় অবদান আমার বাবা-মার। সেই সঙ্গে আমাকে অনুপ্রেরণা দেয়ার জন্য ধন্যবাদ জানাই আমাদের মাদারীপুর সরকারি কলেজের শিক্ষকদের।

উল্লেখ্য, ঢাবির কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটে আবেদন করেছিলেন ৫৮ হাজার ৫৭৩ জন। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫৬ হাজার ৯৭২ জন প্রার্থী। এই ইউনিটে মোট আসন ১ হাজার ৭৮৮টি।

এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -