ফাইল ছবি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাহারের দাবিতে রোববার ও সোমবার (১৯ ও ২০ নভেম্বর) হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেয়। এ সময় দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে হরতাল পালনের আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি জানান, আগামী ৭ জানুয়ারি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভাষণে সিইসি জানান, সংসদ নির্বাচনের মনোনয়পত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর। আপিল ৬-১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারী ২০২৪ সকাল ৮টা পর্যন্ত।
তফসিল ঘোষণার পর সংবাদ সম্মেলনে বিএনপি বলেছে, নির্বাচন কমিশন আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে দেশকে গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে। আর তফসিল প্রত্যাখান করে রাতেই রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
দেশের যেসব জায়গায় ভারী বৃষ্টি হতে পারে
তফসিল প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি দিলো বিএনপি
ভোটের ব্যালট জেলায় যাবে ৪ দিন আগে: ইসি সচিব
নেতানিয়াহুকে অপসারণের সময় এসে গেছে: ইয়াইর লাপিদ
দেশব্যাপী ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ
পুলিশের তৎপরতায় বড় ধরনের কোন নাশকতা হচ্ছে না বলে জানালেন ডিএমপি কমিশনার
হরতাল সমর্থনে কর্মসূচিতে পুলিশের বাধা
এরদোগানের কোন নসিহত গ্রহণ করব না: নেতানিয়াহু
আন্তর্জাতিক বাধ্যবাধকতা আমলে নিচ্ছে না ইসরায়েল
সম্পাদকমণ্ডলীর উপদেষ্টা: অধ্যাপক ড. মো. আকরাম হোসেন