advertisement

তিউনিসিয়ায় ডুবন্ত নৌকা থেকে উদ্ধার ৪৮৭ অভিবাসন প্রত্যাশী

আন্তর্জাতিক ডেস্ক

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া থেকে ইউরোপগামী একটি নৌকা থেকে ৪৮৭ অভিবাসন প্রত্যাশীকে আটক করেছে দেশটির নৌবাহিনী।

শুক্রবার এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নেওয়ায় ভূমধ্যসাগরে ডুবতে বসেছিল নৌকাটি। এ সময় তিউনিসিয়া নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে তাদের সেখান থেকে উদ্ধার করেন।

নৌবাহিনী থেকে দেওয়া এক বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়েছে, ‘আটক/ উদ্ধার অভিবাসনপ্রত্যাশীদের সবাই মিশর, সিরিয়া, সুদান, পাকিস্তান, ইথিওপিয়া এবং ফিলিস্তিনের নাগরিক। তাদের মধ্যে ১৩ জন নারী ৯৩ জন শিশুও রয়েছে।’

ভূমধ্য সাগরের এক তীরে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া ও লিবিয়া, অপর তীরে রয়েছে ইউরোপের ইতালি ও স্পেন। সাম্প্রতিক বছর গুলোতে ভাগ্য অন্বেষণে তিউনিসিয়া ও লিবিয়া থেকে ইতালি বা স্পেনে যাওয়ার জন্য সমুদ্রপথে পাড়ি জমাচ্ছেন হাজার হাজার অভিবাসন প্রত্যাশী, যাদের বৈধ কাগজপত্র নেই।

এই অভিবাসন প্রত্যাশীদের একই বড় অংশই এশিয়া ও আফ্রিকার দরিদ্র দেশগুলো থেকে আসা।

বিপদসঙ্কুল এই পথ পাড়ি দিতে গিয়ে সমুদ্রে ডুবে সলিল সমাধি হয় অনেকেরই। চলতি বছরের গত কয়েক মাসে অনেকগুণ বেড়ে গেছে এই সংখ্যা।

তিউনিসিয়া নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, আটক এই অভিবাসীদের বর্তমানে দেশটির এল কিতিফ ও বেন গুয়ের্দানেতে রাখা হয়েছে।

spot_imgspot_imgspot_imgspot_img
এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত