
আন্তর্জাতিক ডেস্ক
ইস্তাম্বুলে উৎসবের আমেজ, ছবি: রয়টার্স
আগামী পাঁচ বছর দেশের শাসনভার কার হাতে থাকছে, তা নির্ধারণে দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে তুরস্কে। গত ১৪ মে’র অনুষ্ঠিত নির্বাচনে কোনও প্রেসিডেন্ট প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় রান অফ বা দ্বিতীয় ধাপে গড়াচ্ছে ভোট।
তুর্কিভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, দেশটিতে স্থানীয় সময় রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোট দিতে দেশটির ৬ কোটির বেশি মানুষ নিবন্ধন করেছেন। প্রথমবার ভোট দিচ্ছেন ৪ কোটি ৯০ লাখ মানুষ। ভোটারদের জন্য দেশজুড়ে ১ লাখ ৯১ হাজার ৮৮৫টি ব্যালট বাক্স প্রস্তুত রাখা হয়েছে।
তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের মতে, ইতোমধ্যে তুরস্কের প্রবাসী এবং শুল্ক গেটে ১৮ লাখ ৯৫ হাজার নাগরিক আগাম ভোট দিয়েছেন।
এ বিষয়ে শনিবার (২৭ মে) টুইটবার্তায় বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তুর্কিয়ের বিজয়ের জন্য আসুন আমরা একসঙ্গে ভোট দিতে যাই।’
গত ১৪ এপ্রিলের অনুষ্ঠিত ভোটে এরদোয়ান পেয়েছিলেন ৪৯.৫২ শতাংশ ভোট। প্রতিপক্ষ কেমাল কিলিচদারওলু এরদোয়ান পেয়েছিলেন ৪৪.৯৫ শতাশ।
তুরস্কের প্রচলিত নিয়ম অনুযায়ী, ভোটের ফল চূড়ান্ত হওয়ার পর যদি কোনও প্রার্থী ৫০ শতাংশ ভোট না পান, তবে ২ সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা নির্বাচন হবে। জয় নিশ্চিতের জন্য ৫০ শতাংশ পেতেই হবে।