Logo
শনিবার , ২৬ নভেম্বর ২০২২ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আঞ্চলিক খবর
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইতিহাস ও ঐতিহ্য
  8. উন্নয়ণ
  9. করোনা
  10. কৃষিবার্তা
  11. ক্যাম্পাস বার্তা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গণমাধ্যম
  15. গল্প ও কবিতা

ত্বকের ট্যান দূর করুন ঘরোয়া উপায়ে

প্রতিবেদক
প্রকাশক
নভেম্বর ২৬, ২০২২ ১২:২৫ অপরাহ্ণ

সারা বছরই ত্বকের কোনও না কোনও সমস্যা লেগেই থাকে। কিন্তু যেহেতু ভারত একটি গ্রীষ্মপ্রধান দেশ, তাই এখানে গরমটা ভালোই পড়ে। আর যাঁদের এই রোদে ঘুরে কাটাতে হয় বুঝতেই পারছেন তাঁদের গায়ে কীভাবে ট্যান পড়ে।

কিন্তু কী করে এই ট্যান দূর করা যায় অনেকেই তা বুঝতে পারেন না। পার্লারে গিয়ে চেষ্টা করেন বটে, কিন্তু অনেক সময়ই ভালো ফল মেলে না। কিংবা অনেকের সেই সামর্থ্য থাকে না। সেক্ষেত্রে কী করণীয় দেখে নিন।

সান ট্যান রিমুভ করতে ঘরেই বানান প্যাক। সান ট্যানের কারণে কখনও ত্বকে কালো দাগ ছোপ দেখা যায়, কখনও আবার পিগমেন্টেশন হয়। এসব সহজেই দূর করতে পারেন ঘরোয়া প্যাক বানিয়ে। দেখে নিন কীভাবে এই প্যাক বানাবেন।

চালের গুঁড়ো ব্যবহার করে কী করে এই সমস্যা দূর করবেন দেখুন।

ডার্ক স্পট: অনেকেরই মুখে কালো দাগ ছোপ থাকে। সেগুলো দূর করতে চালের গুঁড়ো দিয়ে বানান এই প্যাক। এক টেবিল চামচ চালের গুঁড়ো, মধু এক চা চামচ, এবং অল্প গরম জল মিশিয়ে বানান এই প্যাক। তারপর সেটা মুখে লাগিয়ে মিনিট ১৫ রেখে ধুয়ে ফেলুন।

পিগমেন্টেশন: অনেকেরই পিগমেন্টেশন এর সমস্যা থাকে, সেটাও কমানো যায় চালের গুঁড়ো ব্যবহার করে।

অল্প হলুদ বাটুন, তারপর তাতে এক চা চামচ চালের গুঁড়ো মিশিয়ে দিন, এর পর তাতে দিন এক চা চামচ ক্রিম এবং একটু হলুদ। এরপর সেটা ভালো করে মিশিয়ে সেটা মুখে মাখুন। মিনিট ১৫ রেখে ধুয়ে ফেলুন। ফল দেখুন নিজের চোখেই।

ট্যান: ট্যান দূর করতে চালের গুঁড়োর প্যাক হচ্ছে অব্যর্থ ওষুধ। এটা দিয়ে প্যাক বানান আর দূর করুন সান ট্যান।

দু টেবিল চামচ চালের গুঁড়োর সঙ্গে এক চা চামচ মধু এবং অল্প গোলাপ জল দিয়ে প্যাক বানান। এরপর সেটা মুখে লাগান। তারপর সেটা শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

ডার্ক সার্কেল: দূর করতেও চালের গুঁড়ো ব্যবহার করুন। এক টেবিল চামচ চালের গুঁড়ার সঙ্গে এক চামচ ময়দা এবং পরিমাণ মতো টমেটোর রস ও অল্প হলুদ দিয়ে প্যাক বানান। এরপর সেটা ডার্ক সার্কেল এর উপর লাগিয়ে রাখুন। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন।

এগুলো তো ত্বকের টুকটাক সমস্যা। আর যদি এমনই ত্বক ভালো রাখতে চান তাহলে বানান এই প্যাক।

টমেটো কেটে তার ভিতরের অংশ বের করে নিন, এরপর তাতে দিন অলিভ অয়েল এবং চালের গুঁড়ো। সেটা ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

সর্বশেষ - অপরাধ