
রিপোর্টারঃ রাসেল প্রধান।
কুমিল্লা দাউদকান্দিতে মোহাম্মদ হাসান(২২) নামে এক মানসিক প্রতিবন্ধীকে পিটিয়ে রক্তাক্ত করে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বিকালে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ (দঃ) ইউনিয়নের বাসরা গ্রামে। মোহাম্মদ হাসান বাসরা গ্রামের মৃত মহিউদ্দিন চৌধুরীর ছেলে। এ ব্যাপারে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, বাসরা গ্রামের মৃত মহিউদ্দিন চৌধুরীর ছেলে মোহাম্মদ হাসান মানসিক ও প্রতিবন্ধী। তাকে যে যা দেয়, তা নিয়ে কোনমতে জীবন যাপন করে।
পার্শ্ববর্তী গ্রামের বায়নাগর বাজারে একটি মোবাইল চুরির ঘটনা ঘটে, এরই কেন্দ্র ধরে এই মানসিক প্রতিবন্ধী হাসানকে সন্দেহ করে। এই সন্দেহে চুরির অপবাদে একই গ্রামের মুসলেম মজুমদারের ছেলে আকল হোসেন, রফিক মজুমদারের ছেলে মেহেদী হাসান ও শহিদুল মির্জার ছেলে সাজিদ মিলে প্রতিবন্ধী হাসানকে ধরে বাসরা গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে আসে এবং নিয়ে আসার পর মোবাইল চুরির ঘটনা স্বীকার করার জন্য তাকে লোহার রড দিয়ে বেধম পিটুনি দেয়। এ সময় প্রতিবন্ধী হাসান অজ্ঞান হয়ে পরলে এলাকাবাসী তাকে গৌরিপুর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন।
এ ব্যাপারে তার চাচাতো ভাই বাকী চৌধুরী বলেন, হাসান ছোটকাল থেকে একজন মানসিক প্রতিবন্ধী। সে কোন কাজকর্ম করতে পারেনা। তাকে যে যা দেয় তাই খেয়ে কোন রকম জীবন যাপন করে। তাকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে যেভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে, একজন সুস্থ মানুষ কখনো এভাবে নির্যাতন করতে পারে না।
আমি প্রশাসনের নিকট জোড় দাবি জানাচ্ছি যে, যারা এরকম মানসিক প্রতিবন্ধীর উপর নির্যাতন করতে পারে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহন করার জন্য অনুরোধ করছি।