
মোঃ মেহেদী হাসান নিয়াজ:
বাগেরহাটের মোরেলগঞ্জে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে মহারাজ শেখ নামে এক দিনমজুরের বসতবাড়িতে হামলা করে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (৩১ মে) বেলা ১১টার দিকে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম সরালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
হামলায় নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন। তারা হলেন, মহারাজ শেখের পিতা ছত্তার শেখ, মা আকলিমা বেগম, শাশুড়ি সুরাতোন বেগম, ভাই কালাম শেখ। স্থানীয়রা তাদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। স্থানীয়রা জানিয়েছেন, জমি নিয়ে বিরোধের মামলায় মহারাজ শেখ ও তার দুই ভাই ১৯ দিন জেলহাজতে ছিলেন। জামিনে বের হয়ে আসার দুই দিন পর তাদের বসতবাড়িতে হামলার ঘটনা ঘটে।
ঘটনার সময় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে সাহায্য চাইলে পুলিশ পৌঁছনোর আগেই হামলাকারীরা পালিয়ে যায় বলে জানান মহারাজ শেখ। তিনি বলেন, ‘জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী মাওলানা আব্দুল লতিফ শেখের নেতৃত্বে ৮-১০ জনের একটি বাহিনী অতর্কিতে হামলা করে বসতবাড়ি গুঁড়িয়ে দেয়। তারা ঘরে থাকা মূল্যবান মালামাল হাতিয়ে নিয়েছে। বাকিসব পার্শ্ববর্তী ডোবায় ফেলে দিয়েছে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল লতিফ স্বীকার করে বলেন, ‘মহারাজ ও তার লোকজন ঘর তোলার পরে আরও জমি দখলের চেষ্টা করায় ভাঙচুর করা হয়েছে। ওরা জমি পাবে না। কিন্তু দিন দিন দখল করেই চলছে।’
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ মেহেদী হাসান নিয়াজ,
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা,