স্বাধীন নিউজ ডেস্ক
দিনাজপুরের খানসামায় উপজেলার আংগারপাড়া ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় জন্ম নিয়েছে দুই পা’ওয়ালা একটি গরুর বাছুর। স্বাভাবিকভাবে গরুর ৪টি পা থাকে, কিন্তু জন্ম নেয়া এই বাছুরটির সামনের দুটি পা নেই। শুধুমাত্র পেছনের দুটি পা নিয়েই জন্মগ্রহণ করেছে। বাছুরটিকে একনজর দেখার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে আসছে উৎসুক জনতা।
শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে আংগারপাড়া ইউনিয়ের মাস্টারপাড়া এলাকার প্রদীপ কুমারের বাড়িতে এই গরুর বাছুরটি জন্ম নেয়। জন্ম নেওয়ার পর বাছুরটি গাভীর দুধ পান করেছে বলে জানান গরুর মালিক প্রতীপ কুমার। তবে দেড় ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো হাটতে পারছে না বাছুরটি।