আন্তর্জাতিক স্বাধীন ডেস্ক
যুদ্ধ পৃথিবীর ভঙ্গুর খাদ্য নিরাপত্তাকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিচ্ছে। এই অবস্থা থেকে পরিত্রাণ সকল দেশের লক্ষ্য হওয়া প্রয়োজন
ছবি: দ্য ইকোনমিস্ট
যুদ্ধ মানেই বিনাশ, সাধারণত বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয় যুদ্ধাঞ্চলে। তবু কখনো বিশ্বগ্রামের পথ ধরে সংঘাতের সুদূরপ্রসারী আঘাত দুনিয়ার দূর দূরতম প্রান্তে অনুভূত হয়। ইউক্রেনে হামলা চালিয়ে পুতিন শুধু রণাঙ্গনে নয়, তার চেয়েও বেশি মানুষের জীবন ধবংসের মুখে ঠেলে দিয়েছেন- যা নিয়ে তিনি নিজেও একদিন হয়তো আক্ষেপ করবেন।
করোনা মহামারি, জলবায়ু পরিবর্তন হও জ্বালানির চড়া মূল্যস্ফীতির আঘাতে বৈশ্বিক খাদ্য সরবরাহ হয়ে উঠেছিল সমস্যাসঙ্কুল; যুদ্ধ এবার তার পায়ে কুড়াল মেরেছে। বন্ধ হয়েছে ইউক্রেন থেকে দানাদার শস্য ও তেলবীজ রপ্তানি; আর রাশিয়ার রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার হুমকিতে রয়েছে। অথচ বিশ্বব্যাপী মোট ক্যালোরির ১২ শতাংশ দেশদুটি রপ্তানি করে।
চলতি বছরের শুরু থেকে গমের দাম বাড়ে ৫৩ শতাংশ; তাপপ্রবাহের কারণে ভারত গম রপ্তানি বন্ধের ঘোষণা দিলে গত ১৬ মে নাগাদ দাম চড়েছে আরও ৬ শতাংশ।