
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
আমার বাংলাদেশ এবিপার্টি’র পটুয়াখালী জেলাধীন দুমকি উপজেলার ১নং পাঙ্গাশিয়া ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন উপলক্ষে
আবদুর রব হাওলাদার আহবায়ক ও মাও. আবদুস সোবাহান সদস্য সচিব নির্বাচিত
সকাল ১০টায় আঃ রব হাওলাদারের সভাপতিত্বে এক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবিপার্টির কেন্দ্রীয় কমিটি যুগ্ম আহবায়ক ও বরিশাল বিভাগের সমন্বয়ক প্রফেসর ডা. মেজর (অব.) আবদুল ওহাব মিনার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবিপার্টি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল বিভাগের সহকারী সমন্বয়ক প্রকৌশলী মোঃ কামাল হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এবিপার্টির কেন্দ্রীয় সদস্য আবদুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন মুশফিকুর রহমান, মিজান প্যাদা, মাও. আবদুস সোবাহান, গিয়াস উদ্দিন হাওলাদার প্রমূখ।
আলোচনা সভা শেষে আবদুর রব হাওলাদারকে আহবায়ক ও মাওলানা আবদুস সোবাহান কে সদস্য সচিব করে ৪৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডা. মেজর (অব.) আবদুল ওহাব মিনার।