
মোঃ মিজানুর রহমান পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে এপিএ চুক্তি কার্যক্রমের আওতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্রামন্যচিত্র প্রদর্শন করা হয়েছে।
এছাড়াও সরকারের সাফল্য অর্জন, উন্নয়ন ভাবনা, উন্নত রাষ্ট্র ও জাতি গঠন, সরকারের ১০টি বিশেষ উদ্যোগ, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুজব বিষয়েও চলচ্চিত্র প্রদর্শনী করা হয়।
মঙ্গলবার(১৭ জানুয়ারী) পটুয়াখালী জেলা তথ্য অফিসের আয়োজনে দুমকি উপজেলার আঙ্গারীয়া মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১১টায় ও চরবয়েড়া মাধ্যমিক বিদ্যালয়ে দুপুর ১টায় উক্ত এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
চলচিত্র প্রদর্শন শেষে শিক্ষার্থীদের প্রদর্শনীর সার্বিক বিষয়ে নিয়ে আলোচনা করা হয়।
এসময়ে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে উক্ত প্রদর্শনী অনুষ্ঠান উপভোগ করেন।