দুমকিতে রোভিং সেমিনার অনুষ্ঠিত।

 মোঃ মিজানুর রহমান পটুয়াখালী প্রতনিধি।
 পটুয়াখালী জেলার দুমকি উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর কর্তৃক আয়োজিত  ২১ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২. ৩০ মিনিট  দুমকি উপজেলা হল রুমে বছরব্যাপী ফল চাষে অর্থ পুষ্টি দুই ই আসে এই  স্লোগান নিয়ে ফল মেলা শুভ  উদ্বোধন করা হয়েছে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারনপটুয়াখালীর উপপরিচালক  এ কে এম মহিউদ্দিন,বিশেষ অতিথি হিসেবে জেলা  কৃষি সম্প্রসারন প্রশিক্ষন অধিদ্প্তরের কর্মকর্তা খায়রুল ইসলাম মল্লিক
সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ আল ইমরান। বক্তব্য রাখেন  শতাধিক কৃষকের মধ্যে মোতাহার সিকদার, উপজেলা  কৃষি কর্মকর্তা মেহের মালিকা  প্রমূখ।পরে তিনজন কৃষকে দেশীয়  ফল বেশী  ফলানোর  কারনে পুরস্কার দেয়া হয়।
এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -