দৌলতদিয়ায়-পাটুরিয়ায় বেড়েছে ঘরমুখো মানুষের চাপ

আলামিন হোসেন শাকির
রাজবাড়ী প্রতিনিধি।।
ঈদ উল আযহার ছুটির প্রথমদিনে দেশের দক্ষীণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। তবে, পদ্মা সেতু উদ্বোধনের আগে দৌলতদিয়ার যে রূপ এই ঘাটের এখন তা একেবারেই অচেনা। নেই কোন যানজট। স্বস্তিতে ফেরি পার হতে পারছেন হাজারো মানুষ।
শুক্রবার (৮ জুলাই) সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকা ঘুরে দেখা যায়, ভোর থেকেই পাটুরিয়া থেকে যে সমস্ত ফেরি এবং লঞ্চ ছেড়ে এসেছে সে সব লঞ্চ এবং ফেরিতে ছিল যাত্রীদের উপচে পড়া ভীড়।
বিআইডাব্লিউটিসি ঘাট শাখা থেকে জানা যায়, গত ২৪ ঘন্টায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে ৯ হাজার যানবাহন পারাপার হয়েছে।
তবে, ঈদের ছুটির প্রথম দিনেও সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাইক চলাচল করছে। পাটুরিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে বাইকের সংখ্যা ছিল চোখে পড়ার মতো।
তবে ঢাকা থেকে ছেড়ে আসা প্রতিটি বাস যাত্রী দিয়ে কানায় কানায় পরিপূর্ণ ছিল। চালক এবং যাত্রীদের চোখে মুখে ছিল আনন্দের হাসি। রাবেয়া পরিবহনের একজন বাস চালক বলেন অনেকদিন ধরে রাজবাড়ী থেকে ঢাকায় গাড়ি চালিয়ে যাওয়া আসা করি, বিগত দিনে যাত্রী নিয়ে ঘন্টার পর ঘন্টা ফেরির জন্য অপেক্ষা করতে হয়েছে। আর এখন কোন ধরনের ভোগান্তি ছাড়াই সরাসরি ফেরীতে উঠতে পারছি।
যাত্রীদের সাথে কথা হলে, তারা জানান কোনরকম দূর্ভোগ ছাড়াই এবার তারা ঘরমুখী হতে পারছেন। তবে, কিছু কিছু যাত্রী অভিযোগ করেছেন অতিরিক্ত ভাড়া নিয়ে। তারা জানান, কিছু কিছু বাস স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া আদায় করছে।
বিআইডব্লিউডিসি দৌলতদিয়া শাখার সহকারী ব্যাবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, এই মুহূর্তে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৯ টি ফেরি চলাচল করছে। আর বিআইডব্লিউটিএ এর পোর্ট অফিসার সাজ্জাদ হোসেন জানান, এই নৌ রুটে ছোট বড় মিলিয়ে ২০ টি লঞ্চ যাতায়াত করছে। তারা আরো বলেন এবার কোনরকম ভোগান্তি ছাড়াই মানুষ বাড়ি ফিরতে পারছেন।
এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -