দৌলতপুর উপজেলায় পালিত হচ্ছে জাতীয় স্থানীয় সরকার দিবস

0
3

আব্দুল আল মামুন,দৌলতপুর,মানিকগঞ্জ প্রতিনিধি:

“সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে জাতীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে তিন দিন ব্যাপি স্থানীয় সরকার দিবসের মেলা শুরু হয়েছে। ১৭ সেপ্টেম্বর রবিবার সকালে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে এক শোভা যাত্রা বের করা হয়। শোভা যাত্রা শেষে উপজেলা হল রুমে এক আলোচনা সভা ও মেলার উদ্বোধন করা হয়। 

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম রাজার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী।

মেলায় উপজেলা পরিষদে ন্যস্ত বিভিন্ন দপ্তর ও ইউনিয়ন পরিষদসহ বেশ কয়েকটি স্টল স্থাপন করা হয়েছে। উক্ত স্টলসমূহের মাধ্যমে বিভিন্ন নাগরিক সেবা তাৎক্ষণিকভাবে জনসাধারণকে প্রদান করা হচ্ছে। তাছাড়া সেবা প্রদানের পদ্ধতি, বিগত সময়ে অর্জিত সাফল্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে স্টলে আগত দর্শনার্থীদের ধারণা দেয়া হচ্ছে। 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোহাম্মদ নূরুল ইসলাম রাজা বলেন-জাতীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে দেশ ব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে যে উন্নয়ন করছেন তা আপনারা জনগণের মাঝে তুলে ধরেন। বিগত সময়ে অর্জিত সাফল্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে স্টলে আগত দর্শনার্থীদের ধারণা দেওয়ার আহবান জানান তিনি।

এই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দীন আবুল,ধামশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী,জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন,বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন,চরকাটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনিনুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।