
শরিয়তপুর প্রতিনিধি
এবি এম জিয়াউল হক টিটু
শরিয়তপুর জেলায় নড়িয়া উপজেলায় ফেনসিডিল সহ গ্রেফতার ০১ জন। জুয়েল মীর (৩২)
পিতা-ফজলু করিম মীর
-২বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেছে নড়িয়া থানা পুলিশ। নড়িয়া থানা সুত্রে জানা যায়, জুয়েল একাধিক মাদক মামলা রয়েছে । নড়িয়া থানার এস আই হায়দারের নেতৃত্বে নড়িয়া থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।পরে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে , এ ব্যাপারে নড়িয়া থানা অফিসার ইনচার্জ(ওসি) হাফিজুর রহমান বলেন মাদকের ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের অভিযানে আমাদের তর্থ্য দিয়ে সহায়তা করুন সমাজকে মাদকমুক্ত রাখুন।